একনজরে জামেয়া

নাম: জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ, সিলেট।
অবস্থান: ইসলামী ঐতিহ্যের নগরী, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, পূণ্যভূমি সিলেটের সদর থানাধীন ওসমানী মেডিকেল সংলগ্ন; দক্ষিণ বাগবাড়ি, শামীমাবাদ আবাসিক এলাকায় (হলিভিউ—২২৬, রোড নং—৫) ঐতিহাসিক সুরমা নদীর উপকণ্ঠে বিশাল সমারোহে সুদর্শন দেহপল্লবী নিয়ে দাঁড়িয়ে আছে জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ।
প্রতিষ্ঠাকাল: ১৪৩২ হিজরী, ১৪১৭ বাংলা, মোতাবেক ১০/১০/২০১০ ঈসায়ী।
প্রতিষ্ঠাতা মুহতামিম: জনাব হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ দা. বা.।
জামেয়ার শিক্ষাস্তর: মক্তব থেকে ফযীলত (মিশকাত শরীফ) পর্যন্ত এবং বছরব্যাপী আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।

জামেয়ার মৌলিক বিভাগ ২টি:
১. শিক্ষা বিভাগ, ২. অর্থ বিভাগ।
শিক্ষা বিভাগটির কার্যক্রম দুই ভাবে পরিচালিত হয়:
ক. ক্লাসভিত্তিক পাঠদান, খ. সামষ্টিকভাবে প্রশিক্ষণ।
প্রথমটি আবার ৪ ভাগে বিভক্ত: ১. হিফজ বিভাগ, ২. নুরানী বিভাগ, ৩. কিতাব বিভাগ ও ৪. আদব বিভাগ।
জামেয়ার সামষ্টিক ছাত্র প্রশিক্ষণ কর্মসূচি আবার ৪ ভাগে বিভক্ত: ১. ছাত্র সংসদ ২. পাঠাগার, ৩. বক্তৃতা প্রশিক্ষণ, ৪. বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠান, ৫. দেয়ালিকা প্রকাশ।
জামেয়ার সেবাপ্রকল্প ৪ ভাগে বিভক্ত: ১. ফাতাওয়া—ফারায়েজ বিভাগ, ২. প্রচলিত দাওয়াতী কর্যক্রম, ৩. রচনা ও প্রকাশনা, ৪. অসহায় দুস্থ—মানবতার সেবা।
২. জামেয়ার অর্থ বিভাগ: ৪টি ফান্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে: ১. সাধারণ ফান্ড, ২. গরীব ফান্ড, ৩. কিতাব ফান্ড ও ৪. মসজিদ ফান্ড।
শিক্ষকমণ্ডলী: ৩০ জন। ছাত্র সংখ্যা ৪৭৫ জন। হিসাব রক্ষক ২ জন। কর্মচারী ৬ জন।
মতাদর্শ: জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ— আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভূক্ত আকাবির ও আসলাফের অনুসারী।
লক্ষ্য ও উদ্দেশ্য: তা’লীম ও তারবিয়াতের সমন্বয়ে সুন্নাতে রাসূল সা. ও জামাতে সাহাবা রা. এর অনুসারী, গোটা বিশ্ববাসীকে সত্যের পথে আহবানকারী একঝাঁক ওরাসাতুল আম্বিয়া গঠন করা।
জামেয়ার ভবিষ্যত পরিকল্পনা:
১. দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও তৎপরবর্তী তাখাস্সুসাত খোলার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ করা।
২. জামেয়ার একটি স্বতন্ত্র মসজিদ এবং পৃথক ছাত্রাবাসের ব্যবস্থা করা।
৩. ছাত্রদের বহুমুখী জ্ঞানার্জনের অংশ হিসেবে কম্পিউটার কোর্স চালু করা।
৪. জামেয়ার সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে গরীব—দুঃখী অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা।
৫. লাশ গোসলের ব্যবস্থাসহ অসহায় দুঃস্থ—মানবতার সেবায় ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা।
৬. পয়েন্ট ভিত্তিক মক্তব চালু করা এবং বয়স্কদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা।
৭. জামেয়ার ছাত্রদের পরীক্ষা এবং সাপ্তাহিক সভার জন্য হল নির্মাণ ও পৃথক পাঠাগারের ব্যবস্থা করা।
৮. মেধাবী ছাত্রদের জন্য বৃত্তিপ্রদান ট্রাষ্ট গঠন করা।
৯. আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্পন্ন মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করা।
১০. ইসলামিক আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করা।

বি. দ্র.: আলহামদুলিল্লাহ! জামেয়ার পরিকল্পনাধীন আদব বিভাগ, ওয়েবসাইট (jameashamimabad.com) ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ইতোমধ্যেই চালু হয়ে গেছে। আপনাদের দুআ ও সহযোগিতায় পরিকল্পনাধীন অন্যান্য প্রকল্পসমূহও অচিরেই বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।
মহান রাব্বে কারীম কবুল করুন, আমীন।

হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ
মুহতামিম, জামেয়া শামীমাবাদ
মোবাইল: ০১৭১৫—০৩৫৮৪৩
বিকাশ: ০১৭২৯—৫১৮৭৪৩ (পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নং: ২০৫০৩০৯০২০০৪৯৫৬০৫
ইসলামী ব্যাংক জিন্দাবাজার, সিলেট