আলহামদুলিল্লাহ ৯ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭ অনুষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদের মজলিশে শুরার বার্ষিক অধিবেশন।
অধিবেশনের আলোচ্যসূচি ছিল:
১. তেলাওয়াতে কালামে পাক, ২. স্বাগত বক্তব্য প্রদান, ৩. শিক্ষা রিপোর্ট পেশ, ৪. আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব ও অনুমোদন, ৫. আগামী সনের বাজেট পেশ ও অনুমোদন, ৬. বার্ষিক জলসা প্রসঙ্গ ও ৭. বিবিধ।
প্রথমেই কালামে পাক থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব দামাত বারাকাতুহুম।
শিক্ষা রিপোর্ট পেশ করেন জামেয়ার সহকারি শিক্ষা সচিব মুফতি তাওহীদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম।
আয়-ব্যয়ের হিসাব ও আগামী সনের বাজেট পেশ করেন জামেয়ার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম।
অত:পর উপস্থিত আহলে মজলিস আয়-ব্যয়ের হিসাবের অনুমোদন প্রদান করতঃ সন্তোষ প্রকাশ করেন। জামেয়ার শিক্ষা রিপোর্ট শুনে তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকগনের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ্‌!
পুরো অধিবেশনের সভাপতিত্ব করেন শায়খ আবদুস সোবহান সাহেব দামাত বারাকাতুহুম (সুপারেন্টেন হুজুর), সদরুল মুদারসিসীন জামিয়া মাদানিয়া কাজির বাজার। উপস্থিত হয়েছিলেন নাজিমে এদারা শায়খ আব্দুল বছির সাহেব দামাত বারাকাতুহুম। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সম্মানিত উলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী শুরা সদস্যবৃন্দ। সকলের উপস্থিতিতে মজলিস প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিশেষে সকলের জন্য দোয়া করা হয়, বিশেষ করে মাদ্রাসা সংশ্লিষ্ট, হিতাকাঙ্খী যারা ইউকে, আমেরিকা ও  কানাডাসহ প্রবাসে বসবাস করেন সকলের জন্য বৈশ্বিক মহামারী করুনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
রাব্বুল আ’লামীন আমাদের আগামী ১৬ তারিখের বার্ষিক জলসাকে ভরপুর কামিয়াবি দান করুন, আমীন।