হযরত মাওলানা মুফতী সায়্যিদ আশহাদ রশীদী হাফিজাহুল্লাহ (ভারত)-র মন্তব্য

দেখতে ছবির উপর ক্লিক করুন

হযরতের স্বহস্তে লিখিত ও তাসদিককৃত (দেখার জন্য ছবির উপর ক্লিক করুন)

بسم الله الرحمن الرحيم

আজ ১৩ শাবান ১৪৪২ হিজরী বান্দা এই মাদরাসায় এসেছি। মাদরাসার মুহতামিম জনাব মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব এই মাদরাসার জন্য প্রচুর মেহনত করছেন।
আল্লাহ তাআলা জামেয়াকে পরিপূর্ণতায় পৌঁছান এবং ইলম, আমল, দেওবন্দিয়্যাত ও হেদায়াতের প্রাণকেন্দ্রে পরিণত করুন, সবধরণের অনিষ্ট ও ফিতনা থেকে নিরাপদ রাখুন এবং ভরপুর উন্নতি দান করুন, আমীন!

সায়্যিদ আশহাদ রশীদী
খাদেম, জামেয়া কাসিমিয়্যাহ শাহী মুরাদাবাদ, ইউপি, ভারত
১৩/০৮/১৪৪২ হিজরী

বায়তুল উলূম ঢালকানগর, ঢাকা-র নায়িবে মুহতামিম ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী রফী উদ্দীন হাফিজাহুল্লাহ-র মন্তব্য

হযরতের মন্তব্য ও স্বাক্ষর (দেখার জন্য ছবির উপর ক্লিক করুন)

بسم الله الرحمن الرحيم

!الحمد لوليه والصلاة لوليها أما بعد

আল্লাহ পাকের অশেষ দয়া ও অনুগ্রহে ৫ জিলকদ ১৪৪২ হিজরী রোজ বুধবার থেকে ৬ জিলকদ ১৪৪২ হিজরী রোজ বৃহস্পতিবার পর্যন্ত বান্দা জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সিলেট পরিদর্শন করি। জামেয়ার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা গভীরভাবে দেখিছি। আসাতেযায়ে কেরাম সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছি, ফলে দেখতে পেয়েছি এমন একদল মেহনতি ও তরুণ আসাতেযায়ে কেরাম এখানে রয়েছেন, যাদের দ্বারা ভরপুর উন্নতি ও অগ্রগতির আশা করা যায়।
আল্লাহ তাআলা জামেয়াকে সবধরণের সাহায্য করুন, বাহ্যিক ও অভন্তরীণ উন্নতি দান করতঃ কবুল করে নিন। বিশেষভাবে মুহতামিম সাহেবের নিষ্ঠাপূর্ণ মেহনত এবং চিন্তা-চেতনাকে সবার উন্নতি ও নাজাতের মাধ্যম বানান, আমীন।

বান্দা মুহাম্মদ রফী উদ্দীন গাজীপুরী
০৬/১১/১৪৪২ হিজরী

জামেয়া দারুল উলূম কানাইঘাট, সিলেট-র শায়খুল হাদীস ও সদরুল মুদাররিসীন হযরত মাওলানা আলীম উদ্দীন (দুর্লভপুরী)  হাফিজাহুল্লাহ-র মন্তব্য

হযরতের মন্তব্য ও স্বাক্ষর (দেখার জন্য ছবির উপর ক্লিক করুন)

بسم الله الرحمن الرحيم

!نحمده ونصلي على رسوله الكريم، أما بعد

বান্দা জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ (মুহতামিম, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ) মাদরাসায় এসেছি। মাশাআল্লাহ! মাদরাসার আসাতিযা ও তালাবা শরীয়ত ও সুন্নতের যথেষ্ট পাবন্দ। ছাত্ররা জান-প্রাণ দিয়ে ইলম অন্বেষণে রত। আল্লাহ পাক মুহতামিম সাহেব ও সকল আসাতিযায়ে কেরামের মেহনতকে কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদার উপর প্রতিষ্ঠিত রাখুন। উপকারী ইলম নসীব করুন এবং সবধরণের উন্নতি ও অগ্রগতি দান করুন। মাদরাসার সমস্ত প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূর্ণ করুন, আমীন!

মুহাম্মদ আলীম উদ্দীন দুর্লভপুরী
১৪/৯/২০২১ ইংরেজি