০১১. প্রশ্ন: জনৈক ব্যক্তির যিম্মায় কাযা রোজা ছিল, কিন্তু তিনি মৃত্যুর পূর্বে কাফফারা আদায় করার অসিয়ত করে যাননি। এমতাবস্থায় তার ওয়ারিশগণ যদি কাফফারা আদায় করে দেয়, তাহলে তা আদায় হবে কি না?

উত্তর: কাফফারা আদায়ের অসিয়ত না করা সত্ত্বেও তার ওয়ারিশগণ যদি সেচ্ছায় কাফফারা আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে বলে আশা করা যায়।

ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ: ১/৩০, আদ্দুররুল মুখতার: ১/১৫৩, বাদায়েউস সানায়ে: ২/১০৩, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ: ১/২০৭, আপকে মাসায়েল আওর উনকা হল্ল: ৪/৬০০