০২২. প্রশ্ন: কোন ব্যক্তি এভাবে বললো যে, যদি অমুক কাজটি করি তাহলে আমি কুরআন থেকে মুক্ত একথা বলার দ্বারা কসম সংঘটিত হবে কি না?
উত্তর: এভাবে কসম খাওয়ার দ্বারা কসম সংঘটিত হয়ে যাবে।
ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ: ১/৫৩, আদ্দুররুল মুখতার: ১/২৯১, ফাতায়ায়ে শামী: ৩/৭১৩, ফাতায়ায়ে হিন্দিয়া:২/৫৩, ইমদাদুল ফাতাওয়া: ২/৫৪৫
বিচারপতি-রাষ্ট্রপতির নির্দেশের বিপরীত রায় প্রদানের বিধান
০৮৯. প্রশ্ন: বিচারপতি যদি রাষ্ট্রপতির হুকুমের বিপরীত কোন রায় প্রদাণ করেন। তাহলে তা বাস্তবায়ন হবে কি না? উত্তর: হ্যাঁ,[...]
নির্দিষ্ট স্থানে দাফন করার অসিয়ত পূর্ণ করার বিধান
০৮৮. প্রশ্ন: আরিফ ঢাকায় ইন্তিকাল করেছে। সে মারা যাওয়ার সময় অসিয়ত করেছিল তাকে যেন তার গ্রামের বাড়ি সিলেটে দাফন[...]
সন্ধির মাধ্যমে শরয়ী দণ্ডবিধির মওকুফের বিধান
০৮৭. প্রশ্ন: সালমান চুরির হদ দাবী করতঃ রাইয়ানের নামে মামলা করার পর রাইয়ানের কাছ থেকে টাকার বিনিময়ে সন্ধি করলে[...]
ঋণগ্রহীতা নকল টাকা গ্রহণের দাবী করার পর ঋণদাতা আসলের দাবী করল
০৮৬. প্রশ্ন: খালেদ একহাজার টাকা জাহেদের কাছ থেকে ঋণগ্রহণের কথা স্বীকার করার পর বলল, সেই টাকাটা নকল ছিল, অপর[...]
ঋণদাতা-ঋণগ্রহীতার কথা ঋণের পরিমাণের ক্ষেত্রে পরষ্পর বিপরীত হলে কী করণীয়
০৮৫. প্রশ্ন: আহমদ এক হাজার সৌদি রিয়াল রশীদের কাছ থেকে ঋণ গ্রহণের কথা স্বীকার করেছে। অপরদিকে ঋণদাতা রশীদ এক[...]
চেকে কত টাকা লিখা ছিল তা জানা না থাকলে সাক্ষ্য দেওয়ার বিধান
০৮৪. প্রশ্ন: দুইজন সাক্ষীর সামনে চেক আদান-প্রদান করা হয়েছে। কিন্তু লেখক তাতে কত টাকা লিখেছে সাক্ষীদ্বয়ের তা জানা নেই।[...]
Leave A Comment