০৪৩. প্রশ্ন: সম অংশীদারী কারবারের ক্ষেত্রে কোন একজন অংশীদার ইন্তেকাল করলে শিরকত বাকী থাকবে কি না?
উত্তর: শিরকত বাতিল হয়ে যাবে। তবে ওয়ারিশদের সর্বসম্মতিক্রমে পূণরায় চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা বহাল রাখা যাবে।
ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ: ১/৮৫, আদ্দুররুল মুখতার মাআশ শামী: ৪/৩২৭, ফাতাওয়ায়ে শামী: ৪/৩২৭, আল মুহিতুল বুরহানী: ৬/৩৮৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ২/৩৩৫, ফাতাওয়ায়ে উসমানী: ৩/৭২, শরহে মুল্লা মিসকিন: ১/২৯৩, আল হিদায়া:২/৬১৫, ফাতহুল ক্বাদির: ৫/৪১২, কানযুদ দাকায়েক: ১/২২৪, তাবয়ীনুল হাকায়েক: ৪/২৫৬, বাদায়েউস সানায়ে : ৬/৭৮
বিচারপতি-রাষ্ট্রপতির নির্দেশের বিপরীত রায় প্রদানের বিধান
০৮৯. প্রশ্ন: বিচারপতি যদি রাষ্ট্রপতির হুকুমের বিপরীত কোন রায় প্রদাণ করেন। তাহলে তা বাস্তবায়ন হবে কি না? উত্তর: হ্যাঁ, তা বাস্তবায়ন হবে। ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ: ২/১১৭, শরহু মুল্লা মিসকিন: ২/৫৭, ফাতাওয়ায়ে তাতারখানিয়্যাহ: ১১/১৬৬ [...]
নির্দিষ্ট স্থানে দাফন করার অসিয়ত পূর্ণ করার বিধান
০৮৮. প্রশ্ন: আরিফ ঢাকায় ইন্তিকাল করেছে। সে মারা যাওয়ার সময় অসিয়ত করেছিল তাকে যেন তার গ্রামের বাড়ি সিলেটে দাফন করা হয়। উক্ত অসিয়ত পূর্ণ করা আবশ্যক কি না? উত্তর: এধরণের অসিয়ত করা জায়েয নেই।[...]
সন্ধির মাধ্যমে শরয়ী দণ্ডবিধির মওকুফের বিধান
০৮৭. প্রশ্ন: সালমান চুরির হদ দাবী করতঃ রাইয়ানের নামে মামলা করার পর রাইয়ানের কাছ থেকে টাকার বিনিময়ে সন্ধি করলে তা জায়েয হবে কি না? উত্তর: শরীয়ত নির্ধারিত দণ্ডবিধি তথা হদ মওকুফের জন্য বাদী–বিবাদী সন্ধি[...]
ঋণগ্রহীতা নকল টাকা গ্রহণের দাবী করার পর ঋণদাতা আসলের দাবী করল
০৮৬. প্রশ্ন: খালেদ একহাজার টাকা জাহেদের কাছ থেকে ঋণগ্রহণের কথা স্বীকার করার পর বলল, সেই টাকাটা নকল ছিল, অপর দিকে ঋণদাতা জাহেদ সেটা অস্বীকার করে বলল, সে টাকাটা নকল ছিলনা, এমতাবস্থায় কার কথার উপর রায় হবে? উত্তর:[...]
ঋণদাতা-ঋণগ্রহীতার কথা ঋণের পরিমাণের ক্ষেত্রে পরষ্পর বিপরীত হলে কী করণীয়
০৮৫. প্রশ্ন: আহমদ এক হাজার সৌদি রিয়াল রশীদের কাছ থেকে ঋণ গ্রহণের কথা স্বীকার করেছে। অপরদিকে ঋণদাতা রশীদ এক হাজার ডলারের দাবী করছে। এমতাবস্থায় কার কথা গ্রহণ করা হবে? উত্তর: আহমদের দাবী শপথ সহকারে গ্রহণ[...]
চেকে কত টাকা লিখা ছিল তা জানা না থাকলে সাক্ষ্য দেওয়ার বিধান
০৮৪. প্রশ্ন: দুইজন সাক্ষীর সামনে চেক আদান-প্রদান করা হয়েছে। কিন্তু লেখক তাতে কত টাকা লিখেছে সাক্ষীদ্বয়ের তা জানা নেই। এমতাবস্থায় টাকার অংকের ব্যাপারে তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি না? উত্তর: এক্ষেত্রে টাকার অংকের ব্যাপারে[...]
Leave A Comment