আগামী ৩রা জানুয়ারি ২০২২ ঈসায়ী রোজ সোমবার সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জামেয়ার ১১ তম বার্ষিক ইসলাহী বয়ান ও দোয়া মাহফিল জামেয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
জামেয়া শামীমাবাদ গতানুগতিক ওয়াজ মাহফিলে আগ্রহী নয়। তাই অযোগ্য, পেশাদার ও কেবলমাত্র সুর ও কন্ঠে আকৃষ্টকারী বক্তাদেরকে এখানে দাওয়াত করা হয়না। এখানে কেবলমাত্র সেসব বুজুর্গদেরকেই দাওয়াত করা হয়, যাদের ইলিম ও আমল স্বীকৃত। যাদের অন্তর উম্মাহর দরদে ব্যথিত। উনাদের দরদমাখা কথা শুনে উদাসীন উম্মাহের অন্তরে যেন আমলের স্পৃহা তৈরি হয়। সুন্নতি জীবন যাপনের প্রতি উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়। একটি দ্বীনি মারকাজ হিসেবে সাধারণ জনগণের দ্বীনি হক ও পাওনা মনে করে জামেয়া প্রতিবছর এ জাতীয় আয়োজন করে থাকে।
এবছর আমাদের মাহফিলে যেসব ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন তাশরিফ আনবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, তাদের মধ্য থেকে অন্যতম হলেন:
ওলী ইবনে ওলী, শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, পীর সাহেব বরুনা।
আরিফ বিল্লাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহ. এর সুযোগ্য খলিফা, শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, পীর সাহেব ঢালকানগর, ঢাকা।
সুনামগঞ্জের স্বনামধন্য শাইখুল হাদীস, সিলেটের রত্ন, হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ, সুনামগঞ্জী।
মাহফিলকে কেন্দ্র করে জামেয়ার ছাত্র-উস্তাদ, পাড়া-প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ, খুশি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আল্লাহতায়ালা যেন মাহফিলকে কবুল করেন এবং হেদায়েতের মাধ্যম বানিয়ে দেন, আমিন।
Leave A Comment