আলহামদুলিল্লাহ্, জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদের ১০ম ইসলাহী বয়ান ও দোয়া মাহফিল সম্পন্ন
গতকাল শনিবার সকাল ১১ ঘটিকা থেকে মাহফিল শুরু হয়ে অর্ধরাত্র পর্যন্ত মাহফিল চলে। কালামে পাক থেকে তিলাওয়াতের পর জামেয়ার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেবের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়।
আমন্ত্রিত মেহমানগণ যথাসময়ে বয়ান রাখেন। তাশরীফ এনেছিলেন মুফতি রশীদুর রহমান ফারুক্ব, পীর সাহেব বরুনা। শায়খুল হাদীস নুরুল ইসলাম সাহেব সুনামগঞ্জি দাঃবাঃ, শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ী দাঃবাঃ মুহতামিম জামেয়া দরগাহ, শায়খ মুহিউল ইসলাম বুরহান সাহেব দাঃবাঃ-মুহতামিম রেঙ্গা মাদ্রাসা, মাওলানা এড.শাহীনূর পাশা চৌঃ সাহেব দাঃবাঃ । মাওলানা আতাউল হক্ব জালালাবাদী দাঃবাঃ-শিক্ষা সচীব জামেয়া দরগাহ। মাওলানা তাফহীমুল হক সাহেব দাঃবাঃ সাহেব জাদায়ে হবিগঞ্জী। মাওলানা মুশতাক আহমদ খান সাহেব মুহতামিম ধনুকান্দি মাদ্রাসা। হাফিজ মাওলানা শেখ আফজল সাহেব দাঃবাঃ বরুনা।
এছাড়াও আরও অনেক উলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগন,অতিথিবৃন্দের শুভাগমনে জামেয়া ধন্য হয়েছিল।
ওলি ইবনে ওলি মুফতি রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনীর বয়ান ও মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। হযরত দেশ বিদেশে অবস্থানরত, জিন্দা -মুর্দা, সুস্থ-অসুস্থ সকলের জন্য দোয়া করেন।
আপনাদের আগমনে আমরা ধন্য হয়েছিলাম, কিন্তু আমরা আপনাদের পর্যাপ্ত মেহমানদারি করতে পারিনি, সে জন্য দুঃখ প্রকাশ করছি। রাব্বুল আ’লামীন সবার আসাকে কবুল করুন। সবাইকে উত্তম জাযা দান করুন। আমীন, ইয়া রাব্বাল আ’লামীন।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.