Project Description
ফরীকে আউয়াল:
নাহু-সরফে দূর্বল, শুদ্ধ করে আরবী ইবারত পড়তে অক্ষম এমন ছাত্রদের জন্য “আরবী ভাষা ও নাহু-সরফের সমন্বয়ে” এই ফরীক থাকবে।
ফরীকে সানী:
“উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগ”- নাহু ও সরফে সবল, দ্রুত ও শুদ্ধভাবে ইবারত পড়তে সক্ষম, আরবী সাহিত্যের প্রতি আগ্রহী এমন ছাত্রদেরকে এই ফরীকে ভর্তি করা হবে ইনশাআল্লাহ্।
- দ্বীনের হেফাজতের জন্য খাঁটি নায়বে নবী ও যোগ্য আলেম তৈরী করার উদ্দেশ্যে ছাত্রদের জন্য সাধ্যানুযায়ী সর্বাত্নক মেহনত করা হবে।
- আরবী কথন, শ্রবণ, পঠন ও লিখন যোগ্যতা তৈরির জন্য বিশেষ মেহনত করা হবে।
- ছাত্রদের মেধানুযায়ী বাংলাদেশের বড় বড় আরবী ভাষা ও সাহিত্য বিভাগ সমূহের সিলেবাসের অনুসরণে তিন সেমিস্টার ভিত্তিক গবেষণামূলক মানহাজ তৈরি করা হবে।
- ২৪ ঘণ্টা নিবেদিতপ্রাণ যোগ্য শিক্ষকমন্ডলীর আন্তরিকতাপূর্ণ তত্ত্বাবধান থাকবে।
- “তা’লীম, তাযকিয়াহ ও দাওয়াত” তিনোটির সমন্বয়ে আকাবির আসলাফের চিন্তাধারায় ছাত্রদের উন্নত মেযাজ তৈরী করা হবে।
- রুটিন ভিত্তিক তিন বেলা স্বাস্থসম্মত উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
- নিরিবিলি, সুন্দর ও মানসম্মত পরিবেশে শিক্ষা-দীক্ষা চলবে, ইনশাআল্লাহ।
Industry Leading Skills
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকমণ্ডলী
জামেয়া শামীমাবাদে প্রায় ৪৭৫ জন ছাত্র নিবিড় তত্ত্বাবধানে অধ্যয়নরত রয়েছে
সঠিক পরিচর্যায় ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনার সন্তানকেও জমেয়া শামিমাবাদে ভর্তি করাতে পারেন