ফরীকে আউয়াল:
নাহু-সরফে দূর্বল, শুদ্ধ করে আরবী ইবারত পড়তে অক্ষম এমন ছাত্রদের জন্য “আরবী ভাষা ও নাহু-সরফের সমন্বয়ে” এই ফরীক থাকবে।
ফরীকে সানী:
“উচ্চতর আরবী ভাষা ও সাহিত্য বিভাগ”- নাহু ও সরফে সবল, দ্রুত ও শুদ্ধভাবে ইবারত পড়তে সক্ষম, আরবী সাহিত্যের প্রতি আগ্রহী এমন ছাত্রদেরকে এই ফরীকে ভর্তি করা হবে ইনশাআল্লাহ্।
  • দ্বীনের হেফাজতের জন্য খাঁটি নায়বে নবী ও যোগ্য আলেম তৈরী করার উদ্দেশ্যে ছাত্রদের জন্য সাধ্যানুযায়ী সর্বাত্নক মেহনত করা হবে।
  • আরবী কথন, শ্রবণ, পঠন ও লিখন যোগ্যতা তৈরির জন্য বিশেষ মেহনত করা হবে।
  • ছাত্রদের মেধানুযায়ী বাংলাদেশের বড় বড় আরবী ভাষা ও সাহিত্য বিভাগ সমূহের সিলেবাসের অনুসরণে তিন সেমিস্টার ভিত্তিক গবেষণামূলক মানহাজ তৈরি করা হবে।
  • ২৪ ঘণ্টা নিবেদিতপ্রাণ যোগ্য শিক্ষকমণ্ডলীর আন্তরিকতাপূর্ণ তত্ত্বাবধান থাকবে।
  • “তা’লীম, তাযকিয়াহ ও দাওয়াত” তিনোটির সমন্বয়ে আকাবির আসলাফের চিন্তাধারায় ছাত্রদের উন্নত মেযাজ তৈরী করা হবে।
  • রুটিন ভিত্তিক তিন বেলা স্বাস্থসম্মত উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
  • নিরিবিলি, সুন্দর ও মানসম্মত পরিবেশে শিক্ষা-দীক্ষা চলবে, ইনশাআল্লাহ।
নাহবেমীর থেকে উপরের জামাতের যেকোনো ছাত্র এ বিভাগে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে ছাত্রের যোগ্যতা অনুযায়ী কোন এক ফরীকে তাকে যুক্ত করা হবে। মেহনতি, মেধাবী ও উত্তম আখলাকের ছাত্রদেরকে ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে।

ছাত্রদের যোগ্যতা অনুযায়ী তিন সেমিস্টারে ভাগ করে নেসাব (পাঠ্যসূচী) প্রণয়ন করা হয়।

ক্রমিক নং কিতাবের নাম

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকমণ্ডলী
মুফতী জামীল মাসরূর
মুফতী জামীল মাসরূর
বিভাগীয় প্রধান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
ফাযিল, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ., সিলেট
মাওলানা মানসুর আহমদ
মাওলানা মানসুর আহমদ
সহকারী শিক্ষক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
ফাযিল, জামেয়া ইসলামিয়া বহরগ্রাম, গোলাপগঞ্জ, সিলেট

জামেয়া শামীমাবাদে প্রায় ৪৭৫ জন ছাত্র নিবিড় তত্ত্বাবধানে অধ্যয়নরত রয়েছে

সঠিক পরিচর্যায় ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনার সন্তানকেও জমেয়া শামিমাবাদে ভর্তি করাতে পারেন