আলহামদুলিল্লাহ! ১১তম বার্ষিক ইসলাহি বয়ান ও দুআ মাহফিল উপলক্ষ্যে জামেয়া শামীমাবাদের আদব বিভাগের উদ্যোগে আরবি দেয়ালিকা এবং আস সুন্নাহ ছাত্র সংসদের পৃষ্ঠপোষকতায় বাংলা দেয়ালিকা; আজ ০৩রা জানুয়ারি মাদরাসার শিক্ষক মিলনায়তনে জামেয়ার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেবের মুবারক হাতে প্রকাশ করা হয়।
Leave A Comment