মিডিয়ায় কওমী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করা সময়ের দাবী
– হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ
জামেয়া শামীমাবাদের মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ বলেছেন, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রু ইসলামদ্রোহী শক্তি পরিচালিত মিডিয়া। মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ওরা ইসলামকে কলুষিত করতে চায়। দীনের সত্যিকার মারকাজ কওমি মাদরাসাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়। এর মুকাবেলায় কওমি শিক্ষার্থীদের মিডিয়ায় অগ্রণী ভূমিকা পালন সময়ের দাবী।
এক্ষেত্রে জামেয়া শামীমাবাদ একটি সৃজনশীল ওয়েবসাইট এর পাশাপাশি ইসলামের দাওয়াতি কাজে দক্ষ দায়ী গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে, ইনশাআল্লাহ।
তিনি আজ জামেয়া শামীমাবাদের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে জামেয়ার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস, বিশিষ্ট দায়ী ও বিদগ্ধ গবেষক মাওলানা শাহ মমশাদ আহমদ। বক্তব্য রাখেন, জামেয়ার সদরুল মুদাররিসিন হাফিজ মাওলানা মুফতি সায়েম আহমদ কাসিমি। ওয়েবসাইটের পরিচিতি ও তার বিভিন্ন দিক তুলে ধরেন, জামেয়ার নাযিমে তালিমাত মুফতি খায়রুল ইসলাম ও আরবি ভাষা-সাহিত্য বিভাগের প্রধান, মুফতি জামীল মাসরূর। অনুষ্ঠান পরিচালনা করেন জামেয়ার শিক্ষক মুফতি জুবায়ের আলম সরকার ও মুফতি তাওহীদ আহমদ
vvwv