আলহামদুলিল্লাহ! গতকাল জামেয়া শামীমাবাদে বুখারী খতম ও দুআ উপলক্ষ্যে সিলেট বিভাগের বিশিষ্ট উলামা মাশায়েখগণের আগমন ঘটে।
উক্ত দুআ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উস্তাযুল মুহাদ্দিসিন, আল্লামা মুফতী মুহিব্বুল হক্ব সাহেব গাছবাড়ী দা.বা., শায়খুল হাদিস ও মুহতামিম জামেয়া দারগাহ। আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহ র অন্যতম শাগরিদ উস্তাযুল মুহাদ্দিসীন আল্লামা হাফিজ মাসউদ আহমদ কাসেমী (বাঘার হুজুর) দা.বা., শায়খুল হাদিস গলমুকাপন মাদরাসা। প্রখ্যাত মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জী দা.বা., শায়খুল হাদিস ও মুহতামিম দরগাহপুর মাদরাসা, সুনামগঞ্জ। রাহনুমায়ে তরিকত আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) দা.বা., শায়খুল হাদিস বরুনা মাদরাসা ও মুহতামিম, শেখবাড়ী জামেয়া। আল্লামা শায়খ ওলিউর রহমান সাহেব দা.বা., শায়খুল হাদিস ও মুহতামিম দারুস সালাম মাদরাসা, সিলেট। শায়খ মাওলানা আব্দুস সুবহান সাহেব দা.বা., সদরুল মুদাররিসিন ও সিনিয়র মুহাদ্দিস, কাজির বাজার মাদরাসা। হাফিজ মাও. শায়খ মুহসিন আহমদ সাহেব দা.বা., মুহতামিম কৌড়িয়া মাদরাসা। শায়খ মাওলানা মুশাহিদ দয়ামিরী সাহেব দা.বা., মুহতামিম দয়ামীর মাদরাসা। মাও. মাসরুরুল হক্ব ইবনে হবিগঞ্জী সাহেব দা.বা., মুহতামিম, উমেদনগর মাদরাসা হবিগঞ্জ । মাওলানা আতাউল হক্ব জালালাবাদী সাহেব দা.বা., নাযিমে তা’লীমাত ও সিনিয়র মুহাদ্দিস দরগাহ মাদরাসা। মাওলানা ইমদাদুল্লাহ সাহেব ইবনে কাতিয়া দা.বা., মুহতামিম, কাতিয়া মাদরাসা। মাওলানা হেলাল আহমদ সাহেব দা.বা., মুহতামিম, হরিপুর বাজার মাদরাসা। শায়েখ হাফিজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান সাহেব (সাহেবজাদায়ে শায়খে রেঙ্গা) সিনিয়র মুহাদ্দিস, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা। মুফতী হারুন সাহেব দা.বা., শায়খুল হাদিস, সোবহানিঘাট মাদরাসা। মাও. আব্দুল মালিক মুবারকপুরী সাহেব দা.বা., শায়খুল হাদিস, সোবহানিঘাট মাদরাসা। মুফতী শফিকুর রহমান সাহেব দা.বা., নাযিমে তা’লীমাত ও সিনিয়র মুহাদ্দিস, কাজির বাজার মাদরাসা। মাওলানা তাফহীমুল হক্ব সাহেব দা.বা., মুহাদ্দিস, উমেদনগর হবিগঞ্জ মাদরাসা। মাওলানা আব্দুল আহাদ ছাতকী সাহেব দা.বা.। শায়খ মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলী সাহেব দা.বা.। মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব দা.বা., সিনিয়র মুহাদ্দিস, কাজির বাজার মাদরাসা। মাওলানা মুজিবুর রহমান সাহেব দা.বা., মুহাদ্দিস, গওহরপুর মাদরাসা। মাওলানা আসজাদ বরুনী সাহেব দা.বা.। মাওলানা সাইফুল্লাহ সাহেব দা.বা., মুহতামিম, নয়াসড়ক মাদরাসা। মাওলানা আব্দুস সালাম সাহেব দা.বা., মুহতামিম: বারুতখানা মাদরাসা। মাওলানা ফখরুজ্জামান সাহেব দা.বা., মুহতামিম, ফরিদাবাদ মাদরাসা। মাওলানা আখতার সাহেব দা.বা, সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া রহ.। মাওলানা মুহাম্মদ সাহেব দা.বা., সাহেবজাদায়ে শায়খে গলমুকাপনি রহ.। মাওলানা মনজুরুর রশিদ আমিনী দা.বা., মুহতামিম: খেলাফত বিল্ডিং মাদরাসা। মাওলানা আব্দুল হামিদ সাকিব সাহেব দা.বা., শায়খে ছানী, কৌড়িয়া মাদরাসা।
দুআ পরিচালনা করেন, শায়খুল হাদিস আল্লামা শায়খ মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) দা.বা.।
এতে দেশ-বিদেশের শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের সুস্থতা-সফলতা ও উভয় জাহানের সর্বাঙ্গীন সফলতার জন্য দুআ করা হয়। মহান রাব্বে কারীম এ মহতী মাহফিলকে কবুল করতঃ নাজাতের উসিলা বানিয়ে দিন, আমীন!
Leave A Comment