জামেয়ার সর্বোচ্চ নীতিনির্ধারণী “শুরা কমিটি”র বার্ষিক অধিবেশন আগামীকাল ১লা জানুয়ারি ২০২২ ঈসায়ী সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের সময় জামেয়ার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিলেট বিভাগের খ্যাতনামা ওলামায়ে কেরাম, জ্ঞানী-গুণী ও শিক্ষানুরাগীদের সমন্বয়ে গঠিত শুরা কমিটির বার্ষিক এ অধিবেশন উপলক্ষ্যে জামেয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কুরআনে কারিমের তিলাওয়াত ও না’তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে শুরু হওয়ার পর সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব হাফিজাহুল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করবেন। অতঃপর বিগত এক বছরের নিম্নলিখিত বিষয়াবলীর রিপোর্ট পেশ করে শুরার মূল্যায়ন এবং অনুমোদন নেয়া হবে:
১. হযরত মুহতামিম সাহেবের এক বছরের জামেয়া পরিচালনার সার্বিক রিপোর্ট।
এখানে হযরত মুহতামিম সাহেব বিগত এক বছরের মাদ্রাসা পরিচালনার সার্বিক রিপোর্ট শুরার সামনে পেশ করবেন।
২. শিক্ষা রিপোর্ট পেশ।
এখানে মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব বিগত এক বছরের শিক্ষা রিপোর্ট পেশ করবেন। যেখানে তিনি বিগত বছরের জামেয়ার ছাত্র সংখ্যা, পড়াশোনার মান ও ফাইনাল পরীক্ষার রেজাল্ট ইত্যাদি যাবতীয় বিষয় উপস্থাপন করবেন।
৩. বার্ষিক আয়-ব্যয়ের হিসাব।
এখানে মাদ্রাসার অর্থ বিভাগের দায়িত্বশীল বিগত এক বছরের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করবেন। সাথে সাথে সরকার কর্তৃক নিবন্ধিত একজন অডিটরের অডিট রিপোর্টও পড়ে শোনাবেন।
৪. আগামী এক বছরের বাজেট পেশ ও অনুমোদন।
অতঃপর আগামী এক বৎসর মাদরাসাকে সুচারুরূপে পরিচালনা করতে সর্ব ফান্ডে সর্বমোট কত টাকা প্রয়োজন তা উল্লেখ করে সকলের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের বাজেট ঘোষণা করা হবে।
৫. অতঃপর বার্ষিক ইসলাহী বয়ান ও দোয়া মাহফিলের বিষয়ে সার্বিক আলোচনা হবে।
৬. এরপর আগত শুরা কমিটির সম্মানিত সদস্য এবং অন্যান্য মেহমানবৃন্দের উন্মুক্ত মূল্যায়ন এবং পরামর্শ গ্রহণ করা হবে।
সর্বশেষ মজলিসের সভাপতি সাহেবের নসিহত ও দোয়ার মাধ্যমে মজলিস এর সমাপ্তি ঘোষণা করা হবে।
আল্লাহ তায়ালা যেন মজলিসে শুরার বার্ষিক অধিবেশনকে কামিয়াব করেন এবং মাদরাসার সার্বিক কল্যাণ ও উন্নতির মাধ্যম হিসেবে কবুল করেন আমিন
Leave A Comment