আবু সুফিয়ান নাছিম: জামেয়া শামীমাবাদে আগমন করছেন দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ ও নাইবে আমীরুল হিন্দ মাওলানা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী সাহেব দা. বা.। আগামী ১২ই সেপ্টেম্বর, শুক্রবার বাদ মাগরিব জামেয়ার মাদানী মসজিদে কমপ্লেক্সে তাকমীল ফিল হাদীসের ছাত্রদেরকে সহীহ বুখারীর বিশেষ দরস প্রদান শেষে উপস্থিত উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ নাসীহা পেশ করবেন।

মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী ১৯৬৭ সালের ১১ই সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের মনসুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৮২ সালে তিনি বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং অত্যন্ত সফলতা ও সুনামের সাথে ১৯৮৭ সালে দাওরায়ে হাদীস (উচ্চতর মাস্টার্স) সমাপন করেন। এরপর দুছর তাখাসসুস ফিল ফিকহ (ইসলামী আইনশাস্ত্র) নিয়ে সেখানেই পড়াশোনা করেন। পড়াশোনা শেষে তিনি ১৯৯০ সালে জামেয়া কাসিমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদে অধ্যাপনা শুরু করেন। সেখানে তিনি সহীহ মুসলিম, জামে তিরমিযী সহ হাদীস ও ফিকহের দরস প্রদানের পাশাপাশি মাদরাসায়ে শাহীর নায়েবে মুফতী হিসেবে খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। এছাড়াও দীর্ঘদিন থেকে জনপ্রিয় উর্দু মাসিক পত্রিকা নিদা-ই-শাহীর সম্পাদক ছিলেন৷ ২০২২ সালে দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরা কর্তৃক তাকে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের হাদীস ও ফিকহের মুদাররিস হিসেবে নিযুক্ত করা হয়। সেখানে তিনি জামে তিরমিযী, মিশকাতুল মাসাবীহ, আদ-দুররুল মুখতার সহ অদ্যবধি বহু কিতাবের দরস প্রদান করে যাচ্ছেন। দারসের পাশাপাশি তিনি ইসলামি ফিকহ ও অন্যান্য বিষয়ে বহু কিতাবাদি রচনা করেছেন। তন্মধ্যে ১৯ ভলিয়মে “কিতাবুন নাওয়াযিল”অন্যতম। আর ৫ভলিয়মের কিতাবুল মাসাইল তো সারা বিশ্বে সমাদৃত। আধ্যাত্নিক জগতে তিনি ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানি রাহ. এর সোহবত ও ইজাযতপ্রাপ্ত। প্রতি বছর রমজানে মুরাদাবাদের ঐতিহ্যবাহী শাহী মসজিদে বহু সংখ্যক মুরিদান নিয়ে এতেকাফ করেন ও তাসাওউফের দীক্ষা প্রদান করেন। এছাড়াও বর্তমানে তিনি হিন্দুস্থানের ইমারাতে শারঈয়্যাহ’র নাইবে আমীরুল হিন্দ হিসাবে পুরো ভারতের মুসলমানদের অভিভাবকত্ব করে যাচ্ছেন।

তাঁর পিতা সায়্যিদ উসমান মনসুরপুরী রাহ. দারুল উলুম দেওবন্দের সাবেক নায়েবে মুহতামিম, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং আমীরুল হিন্দ ছিলেন।

মুফতি সালমান মনসুরপুরী শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য দৌহিত্র। দারুল উলুম দেওবন্দের বর্তমান সদরুল মুদাররিসীন, সদরে জমিয়তে উলামায়ে হিন্দ ও বর্তমান বিশ্বের অবিসংবাদিত ইসলামী ব্যক্তিত্ব আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আরশাদ মাদানীর ভাগিনা ও জামাতা।

আগামী ১০ সেপ্টেম্বর তিনি ৬ দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আগমন করবেন। এবং সিলেট ও ঢাকার বিভিন্ন জায়গায় হাদীসের দরস প্রদান, ইসলাহী মাহফিল ও ইসলামি সম্মেলনে বয়ান পেশ করবেন।