রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আজ দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পাইলট সহ স্কুলের প্রায় ১৮জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত ও অগ্নিদগ্ধ পোড়া দেহ নিয়ে অনেকেই হসপিটালাইজড। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত পীড়াদায়ক দুর্ঘটনা।

বিমান বিধ্বস্তের ঘটনায় জামেয়া শামীমাবাদ সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ উদ্বেগ ও শোক প্রকাশ করে বলেন: “এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। দেশের ভবিষ্যততূল্য কোমলমতী শিক্ষার্থীদের এমন করুণ নাজেহাল অবস্থা খুবই হৃদয়বিদারক। এরকম দূর্ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সুদূরপ্রসারী পরিকল্পনা করে দেশকে নিরাপদ রাখা জরুরি। যারা নিহত হয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।