আলহামদুলিল্লাহ! জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদের বার্ষিক মজলিসে শুরা গতকাল ১লা জানুয়ারি ২০২২ ঈসায়ী সোমবার অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে জামেয়ার শিক্ষক মিলনায়তনে উলামা-মাশায়েখ ও গুণিজনের উপস্থিতিতে মজলিশ শুরু হয়ে আটটা পনেরো মিনিটে গিয়ে সমাপ্ত হয়।
সর্বপ্রথম জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেব হাফিজাহুল্লাহ- এর প্রস্তাবে মজলিসের সভাপতি নির্ধারণ করা হয় জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস ও সদরুল মুদাররিসীন, উস্তাদুল আসাতিযা হযরত মাওলানা শায়খ আব্দুস সোবহান সাহেব হাফিজাহুল্লাহকে। অতঃপর ধারাবাহিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।
শুরুতে কুরআনে কারীম থেকে তিলাওয়াত করেন জামেয়ার হিফজ বিভাগের ছাত্র হাফিজ নাবিল আহমদ। অতঃপর ইসলামী নাশিদ পরিবেশন করেন জামেয়ার হেদায়াতুন্নাহু জামাতের ছাত্র হাফেজ মাহবুবুর রহমান।
সর্বপ্রথম স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা হাফেজ সৈয়দ শামীম আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। তিনি তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকল মেহমানবৃন্দের শুকরিয়া জ্ঞাপন করেন।
স্বাগত বক্তব্যের পর হযরত মুহতামিম সাহেব হাফিজাহুল্লাহ বিগত এক বছরের মাদরাসা পরিচালনার রিপোর্ট পেশ করেন।
হযরত মুহতামিম সাহেব তার রিপোর্টে উল্লেখ করেন আজ থেকে এগারো বছর পূর্বে ভাড়াটে বাসায় একটি মক্তবের মাধ্যমে সূচনা হয়েছিল জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদের। অতপর আল্লাহর অশেষ মেহেরবানিতে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই আজ জামেয়ার নিজস্ব জমিতে ৭ তলা বিশিষ্ট ভবন রয়েছে। ইতোমধ্যে জামেয়ার মসজিদ কমপ্লেক্সের জন্য পনেরো ডেসিমেল জায়গা ক্রয়ও প্রায় সম্পন্ন । এদিকে শিক্ষা কার্যক্রম নুরানি মক্তব থেকে নিয়ে মিশকাত জামাত পর্যন্ত পৌঁছে গেছে। সাথে সাথে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ তথা তাখাসসুস ফিল আদবও খুলতে সক্ষম হয়েছে।
শিক্ষার মান সম্পর্কে রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ! আপনাদের জামিয়া ছাত্রদের পড়ালেখার মান ধরে রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বিগত বছর জামেয়ার সর্বমোট ১৭২ জন ছাত্র বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে; তন্মধ্যে ১১৪ জন ছাত্র মুমতাজ তথা A+ পেয়ে জামেয়ার সুনাম অর্জন করেছে। আপনারা জেনে খুশি হবেন, বিভিন্ন বোর্ডে এগারো জন ছাত্র সিরিয়াল পেয়ে মেধাতালিকায় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
ছাত্রদের আমলি-আখলাকি ও তারবিয়াতি উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের জামেয়া; ছাত্রদের পড়ালেখার সাথে সাথে তারবিয়াতের প্রতিও বিশেষ গুরুত্বারোপ করে থাকে। প্রতি বৃহস্পতিবার বাদ এশা তারবিয়াতি বয়ান হয়। মাসে দুই দিন রাত এক ঘণ্টাব্যাপী বিশেষ তারবিয়াতি মাহফিল হয়। সাপ্তাহিক দাওয়াত ও তাবলীগের মেহনত মাদরাসা এবং আশপাশের বিভিন্ন মসজিদে গিয়েও ছাত্ররা করে থাকে।
মাদরাসার সমাজ সেবামূলক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, করোনাকালীন সময়ে আপনাদের জামিয়া ফ্রি-তে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে এবং প্রতি শুক্রবার আসরের পূর্বে এক ঘণ্টাব্যাপী মা-বোনদের জন্য সম্পূর্ণ পর্দার সাথে দ্বীনি আলোচনা ও মাসআলা-মাসায়েল বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
উপস্থিত সকল মেহমানদের লক্ষ্য করে তিনি বলেন, এসব কিছুই মহান রাব্বে করিমের অশেষ দয়া, আকাবির ও বুজুর্গদের চোখের পানি এবং আপনাদের আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে। মহান রাব্বে কারিম যেন জামেয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করেন।
অতঃপর তিনি বিগত বছরের আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব তুলে ধরে আগামী বছরের বাজেট সর্বমোট ৫ কোটি ৬০ লক্ষ টাকা ঘোষণা করেন।
অবশেষে তিনি জামেয়ার কয়েকটি ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেন:
১. জামেয়ার মসজিদ নির্মাণ এবং পৃথক ছাত্রাবাসের ব্যবস্থা।
২. দাওরায়ে হাদিস ও তৎপরবর্তী তাখাসসুস খোলার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আগে বাড়ানো।
৩. ছাত্রদের মেধা বিকাশ ও পড়ালেখায় মনোযোগী করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় ও বার্ষিক পরীক্ষায় মেধাতালিকা অর্জনকারী দের জন্য বৃত্তি প্রদান ট্রাস্ট গঠন করা। যাতে প্রতি বছর আনুমানিক ৫০ হাজার টাকা প্রয়োজন। যেকোনো ব্যক্তি তার নিজের নামে অথবা বাবার নামে এই পুরস্কারের ব্যবস্থা করতে পারে।
৪. লাশ গোসল খানা ও ফ্রি এম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা করা
৫. পয়েন্ট ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা।
৬. মানসম্পন্ন মহিলা শাখা প্রতিষ্ঠা কর
৭. ইসলামিক আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করা ইত্যাদি।
এরপর জামেয়ার ২০২১-২২ ঈসায়ী শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষারিপোর্ট পেশ করেন জামেয়ার নাযিমে তালিমাত হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেব দা. বা. এবং উপস্থিত মেহমানদের থেকে পেশকৃত শিক্ষারিপোর্টের উপর সার্বিক পর্যালোচনা-উন্মুক্ত মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করা হয়।
পরিশেষে সভাপতি সাহেবের বক্তব্য ও দুআর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Leave A Comment