আবু সুফিয়ান নাছিম: আজ (১লা জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার) বাদ আছর জামেয়া শামীমাবাদ পরিদর্শনে আসেন সিলেট মেট্রোপলিটনের মহামান্য পুলিশ কমিশনার জনাব মুহা. রেজাউল করীম পিপিএম-সেবা। তাঁর সম্মানার্থে মাদানী মসজিদ কমপ্লেক্সে এক বিশেষ মজলিসের আয়োজন হয়। জামেয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন মহামান্য পুলিশ কমিশনার জনাব মুহা. রেজাউল করীম পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন: “ আজকের এই মহতি সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।নিঃসন্দেহে এটি অত্যন্ত সম্মানজনক এবং মূল্যবান অনুষ্ঠান। একজন মুসলমান হিসেবে অবশ্যই আমি ধর্মীয় ব্যক্তিবর্গ, বিশেষত আলেম-উলামা ও ছাত্রভাইদের সম্মান করি। তাদের ধর্মীয় জ্ঞান ও দ্বীন-ইসলামের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার৷ ধর্মীয় যেকোনো বিষয়ে কুরআন-সুন্নাহ মোতাবেক আলেম সমাজের বক্তব্যকেই আমরা সঠিক মনে করি এবং সেমতে আমরা আমাদের কাজ করে থাকি। তবে আমি সবাইকে অনুরোধ করব— যেন ধর্মীয় বিষয়াদী পালনের পাশাপাশি রাষ্ট্রীয় আইন-কানুন, প্রশাসনের সহযোগিতা ও দেশের শান্তি-শৃঙ্খলার প্রতিও আলেম-উলামারা সজাগ-সচেতন ভূমিকা পালন করে প্রশাসনকে তার কাজে সহযোগিতা করবেন।”

কমিশনার মহোদয়ের বক্তব্যের পূর্বে জামেয়ার তাঁর আগমন উপলক্ষে কতৃপক্ষের পক্ষ থেকে কয়েকটি মূল্যবান গ্রন্থ উপহার দিয়ে তাকে সম্মানিত করা হয়

পরিদর্শনকালে তিনি মাদরাসার সার্বিক পরিবেশ, শিক্ষা-কার্যক্রম ও ছাত্রদের ধর্মীয় ও নৈতিক উন্নয়নের প্রশংসা করে ‘ভিজিটর মন্তব্য’ বইয়ে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জামেয়ার মজলিসে আমেলা ও শূরার সদস্য জনাব হাজী নুমানী চৌধুরী, দরগাহ মাদরাসার শিক্ষক মুফতী রশীদ আহমদ, পুলিশ কমিশনার সজীব খাঁন, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম,এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ জিয়াউল হক, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা ও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।